Ridge Bangla

জুলাই সনদে যারা স্বাক্ষর করেননি, তারাও ভবিষ্যতে করবেন: সালাহউদ্দিন আহমেদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, জুলাই সনদে প্রায় সব রাজনৈতিক দলই স্বাক্ষর করেছে। যারা এখনো করেননি, তারাও ভবিষ্যতে করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ স্বাক্ষর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

সালাহউদ্দিন আহমেদ বলেন, “আজকের দিনটি জাতির ইতিহাসে এক স্মরণীয় মুহূর্ত। শহীদদের রক্তদান, জাতির আকাঙ্ক্ষা ও জনপ্রত্যাশা পূরণের যাত্রা আজ শুরু হলো। এই সনদের বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা একটি গণতান্ত্রিক সংস্কার ও ভারসাম্যপূর্ণ রাষ্ট্র কাঠামো গড়ে তুলব।”

তিনি আরও বলেন, “এই যাত্রার মাধ্যমে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হবে, রাষ্ট্রের বিভিন্ন অঙ্গের মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠিত হবে। কোনো অঙ্গ আরেক অঙ্গের ওপর কর্তৃত্ব করবে না। সংবিধান অনুযায়ী আমরা একটি কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণে এগিয়ে যাব।”

সনদ বাস্তবায়ন প্রসঙ্গে তিনি বলেন, “সংবিধানের ৬৫ অনুচ্ছেদের উপ-ধারা অনুযায়ী দেশের ৩০০টি আসনে প্রত্যক্ষ ভোটে সংসদ সদস্য নির্বাচিত হবেন। এছাড়া সংরক্ষিত নারী আসন থাকবে। নির্বাচন কীভাবে হবে, তা সংবিধানেই স্পষ্ট বলা আছে। এরপরও প্রধান উপদেষ্টা নির্বাচনী প্রক্রিয়া নিয়ে বসতে চাইলে আমরা বসব।”

এর আগে অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, “জুলাই সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা ঐক্যের সুর তুলেছি। এই সুর নিয়েই নির্বাচনে যাব—যেনতেন নির্বাচন নয়, বরং সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনই হবে আমাদের লক্ষ্য।”

এই পোস্টটি পাঠ হয়েছে: ১২

আরো পড়ুন