Ridge Bangla

গাবতলীতে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্টের সাথে দুর্ব্যবহার, দম্পতির জেল-জরিমানা

রাজধানী ঢাকার গাবতলীতে দায়িত্ব পালনরত এক ট্রাফিক সার্জেন্টকে কাজে বাধা দেওয়া ও লাঞ্ছিত করার অভিযোগে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তথ্য অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল সোয়া সাতটার দিকে মিরপুর ট্রাফিক বিভাগের সার্জেন্ট আবু সুফিয়ান গাবতলী মাজার রোডে সিগন্যাল অমান্য করা একটি প্রাইভেট কার থামান।

এরপর ওই গাড়ির কাগজপত্র দেখতে চাইলে মালিক মো. শামীম মোল্লা ও তাঁর স্ত্রী আয়েশা খাতুন সার্জেন্টকে বাধা দেন এবং কাজে বাধা দেওয়ার পাশাপাশি তাঁর সাথে অশোভন আচরণ করেন।

পরে পথচারীদের সহযোগিতায় দম্পতিকে আটক করে দারুসসালাম থানায় হস্তান্তর করা হয়। আদালতে হাজিরের পর শামীম মোল্লাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং তাঁর স্ত্রী আয়েশা খাতুনকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১০

আরো পড়ুন