Ridge Bangla

লিবিয়া থেকে আরও তিন শতাধিক বাংলাদেশি দেশে ফিরছেন

লিবিয়া থেকে আরও তিন শতাধিক বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। আগামী ২৩ অক্টোবর ত্রিপলী থেকে ঢাকাগামী একটি বিশেষ ফ্লাইটে তাদের প্রত্যাবাসন করা হবে।

বুধবার (১৫ অক্টোবর) ত্রিপলীতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

দূতাবাসের বার্তায় জানানো হয়েছে, লিবিয়া সরকারের সহযোগিতা ও তত্ত্বাবধানে নিবন্ধিত বাংলাদেশিদের ফিরিয়ে আনতে আগামী ২৩ অক্টোবর একটি বিশেষ ফ্লাইট পরিচালনার প্রস্তুতি চলছে। ওই ফ্লাইটের মাধ্যমে তিন শতাধিক বাংলাদেশি নাগরিককে নিরাপদে দেশে পাঠানো সম্ভব হবে বলে আশা করছে দূতাবাস।

এছাড়া, দূতাবাস আরও জানিয়েছে যে, লিবিয়ায় আটকে থাকা বাংলাদেশিদের ধাপে ধাপে দেশে ফেরানোর এই কার্যক্রম অব্যাহত থাকবে। ভবিষ্যতেও পর্যায়ক্রমে আরও বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১১

আরো পড়ুন