Ridge Bangla

হিনা খানের কণ্ঠে কৃতজ্ঞতার সুর

চুল, যা একসময় ছিল তার পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ, আজ সেটাই ফিরে পেয়েছেন অন্যের দানে। স্তন ক্যানসারের সঙ্গে লড়াই করছেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী হিনা খান। কেমোথেরাপির পার্শ্বপ্রতিক্রিয়া শুরু হওয়ার আগেই সাহস করে নিজেই কেটে ফেলেছিলেন চুল, এখন নিয়মিত পরচুলা পরে ক্যামেরার সামনে দাঁড়ান তিনি। কিন্তু সম্প্রতি এক রিয়্যালিটি শোর মঞ্চে এমন এক আবেগঘন মুহূর্ত তৈরি হয়, যা কাঁদায় সবাইকে।

বর্তমানে হিনা অংশ নিচ্ছেন ‘পতি পত্নী অর পাঙ্গা’ নামের একটি রিয়্যালিটি শোয়ে। অনুষ্ঠানের এক খেলায় চুল দানের প্রসঙ্গ উঠতেই তিনি আবেগে ভেঙে পড়েন। খেলার নিয়ম অনুযায়ী সহ-প্রতিযোগী রুবিনা দিলায়েককে দর্শকদের মধ্যে থেকে কাউকে রাজি করাতে হয় নিজের চুল দান করতে, যা পরচুলা তৈরিতে ব্যবহৃত হয় ক্যানসার আক্রান্তদের জন্য। সেসময় এক তরুণী দর্শক এগিয়ে এসে বিনা দ্বিধায় চুল কেটে দেন।

এই দৃশ্য দেখে হিনা আর নিজেকে সংযত রাখতে পারেননি। কেঁদে ফেলেন মঞ্চেই। চোখের জল লুকোতে পারেননি সঞ্চালিকা সোনালি বেন্দ্রেও, যিনি নিজেও একসময় ক্যানসার জয় করেছেন।

আবেগভরা কণ্ঠে হিনা তরুণীকে বলেন, “প্রতিদিন আমি পরচুলা পরি। তুমি জানো না, কী উপকার করলে। আমার এই চুলটাও অন্য কারও দান।” এরপর নিজেকে সামলে নিয়ে মৃদু হেসে বলেন, “আসলে তোমার চুলের চেয়েও সুন্দর তোমার এই মনটা।”

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন