ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় ফিরছেন। যুক্তরাষ্ট্রে অবস্থানরত এই তারকা অভিনয় করছেন নতুন সিনেমা ‘অন্তর্যামী’-তে, যা পরিচালনা করবেন নির্মাতা সৈকত নাসির।
মাহি নিজেই ফেসবুকে দেওয়া একটি পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, ‘অন্তর্যামী’-এর শুটিং শুরু হবে ২০২৬ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে। এরপর সিনেমাটির বাকি অংশের চিত্রায়ণ হবে থাইল্যান্ড ও বাংলাদেশে।
দীর্ঘ সময় পর মাহিকে দেখা যাবে সম্পূর্ণ ভিন্ন এক রূপে—একজন লেডি অ্যাকশন হিরোইন হিসেবে। দর্শকদের জন্য এটি হতে যাচ্ছে এক নতুন চমক। ছবিটির অ্যাকশন দৃশ্য পরিচালনা করবেন কলকাতার খ্যাতনামা অ্যাকশন ডিরেক্টর বাবা যাদব, যিনি এর আগে একাধিক বাংলা ও বলিউড সিনেমায় কাজ করেছেন।
অভিনয়ের পাশাপাশি একসময় রাজনীতিতেও সক্রিয় ছিলেন মাহি। গত জাতীয় সংসদ নির্বাচনে তিনি অংশ নিয়েছিলেন এবং তখনই জানিয়েছিলেন অভিনয় থেকে বিরতির কথা। তবে নির্বাচনে পরাজয়ের পর আবারও চলচ্চিত্রে ফেরার ইচ্ছা প্রকাশ করেন তিনি।
এরপর বেশ কিছুদিন তাকে নতুন কোনো সিনেমায় দেখা যায়নি। চলতি বছরের জুনে তিনি নীরবে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এবং সেখান থেকেই নতুন উদ্যমে নিজের অভিনয়জীবন পুনরায় শুরু করার ঘোষণা দেন।