Ridge Bangla

প্রায় ১৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে চট্টগ্রাম ইপিজেডের ভয়াবহ আগুন

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (সিইপিজেড) ‘অ্যাডামস ক্যাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেড’ কারখানায় লাগা ভয়াবহ আগুন প্রায় ১৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ৭টা ২৫ মিনিটে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিটের টানা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে নিশ্চিত করেছে সিইপিজেড ফায়ার সার্ভিস।

তবে ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন পুরোপুরি নির্বাপণ করতে আরও সময় লাগবে। এখনো ঘটনাস্থলে ১৭টি ইউনিট কাজ করছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনা, নৌ ও বিমানবাহিনী এবং বিজিবির টিমও অংশ নেয়।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে সিইপিজেডের ১ নম্বর সেক্টরের ৫ নম্বর সড়কে অবস্থিত আটতলা ওই ভবনের অষ্টম তলায় আগুনের সূত্রপাত হয়। এরপর আগুন দ্রুত সপ্তম ও ষষ্ঠ তলায় ছড়িয়ে পড়ে। ভবনটিতে প্রায় ৭০০ শ্রমিক কাজ করলেও কেউ হতাহত হয়নি। সময়মতো সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

সিইপিজেডের নির্বাহী পরিচালক আবদুস সুবাহান জানান, আগুন লাগার পরপরই শ্রমিকদের বের করে আনা হয়। সেনা, নৌ ও বিমানবাহিনীর ফায়ার ইউনিট আগুন নেভাতে সহায়তা করছে। ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. জসিম উদ্দিন বলেন, “ভবনটিতে প্রচুর দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আমরা পাঁচতলা পর্যন্ত প্রবেশ করে আগুন নিয়ন্ত্রণে কাজ করছি।”

আগুনের তীব্রতায় চারপাশে ঘন ধোঁয়া ছড়িয়ে পড়ে এবং আশপাশের ভবনে আতঙ্ক দেখা দেয়। ফায়ার সার্ভিস জানিয়েছে, প্রাথমিকভাবে ২০–২৫ জন শ্রমিককে উদ্ধার করা হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। সিইপিজেড সূত্র জানায়, ভবনটিতে মোট ৭০০ শ্রমিক কাজ করেন। তাদের কেউ আহত হননি।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১১

আরো পড়ুন