Ridge Bangla

ফেব্রুয়ারিতেই হবে জাতীয় নির্বাচন: প্রধান উপদেষ্টা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে বলে পুনর্ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, “কথার কথা নয়, নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে—উৎসবমুখর পরিবেশে হবে।”

বুধবার (১৫ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ‘জুলাই সনদ’ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের এক জরুরি বৈঠকে তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলোর দীর্ঘ আলোচনা ও মতামতের ভিত্তিতেই ‘জুলাই সনদ’ তৈরি হয়েছে। এটি দেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দলিল হিসেবে স্থান পাবে। তিনি জানান, সনদের কপি দ্রুত সব রাজনৈতিক দলের কাছে পৌঁছে দেওয়া হবে। “আমি যতদিন এখানে আছি, আপনাদের তৈরি এই দলিল সংরক্ষণ ও প্রচারের কাজ করব,” বলেন তিনি।

ড. মুহাম্মদ ইউনূস আরও বলেন, “এই সনদ সমাজে ছড়িয়ে দিতে হবে, যাতে নাগরিকরা বুঝতে পারেন, কোন কোন বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছেছে।”

তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান, জুলাই সনদের নীতিমালা ও সিদ্ধান্তগুলো যেন দৈনন্দিন রাজনৈতিক চর্চায় বাস্তবায়ন করা হয়।

এর আগে, বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা জুলাই সনদের বাস্তবায়ন ও পরবর্তী করণীয় নিয়ে আলোচনা করেন। গত মঙ্গলবার রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয় বহু প্রতীক্ষিত ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর চূড়ান্ত অনুলিপি। তবে এতে সংস্কার বাস্তবায়নের পদ্ধতি সম্পর্কিত কোনো সুপারিশ যুক্ত করা হয়নি। পরবর্তীতে কমিশন এ বিষয়ে বিস্তারিত প্রস্তাব দেবে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১০

আরো পড়ুন