Ridge Bangla

বিলম্বের সুযোগ নেই, ফেব্রুয়ারিতেই নির্বাচন করতে হবে: সালাহউদ্দিন আহমেদ

জাতীয় নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই বলে স্পষ্ট জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন আয়োজন করতে হবে—এর বিকল্প নেই।

বুধবার (১৫ অক্টোবর) জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের জরুরি বৈঠকে এ মন্তব্য করেন তিনি। বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসও উপস্থিত ছিলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, “ফেব্রুয়ারিতেই নির্বাচন করতে হবে, সময় নষ্টের অবকাশ নেই। প্রধান উপদেষ্টার প্রতি আমাদের সমর্থন সীমাহীন নয়, বরং শর্তসাপেক্ষ। এটি তাকে অনুধাবন করতে হবে।” তিনি আরও বলেন, “আমরা চাই না প্রধান উপদেষ্টা ও প্রতিরক্ষা বাহিনীর সম্পর্কের কোনো অবনতি ঘটুক। রাষ্ট্রের স্থিতিশীলতা ও ভারসাম্য রক্ষা করেই নির্বাচন সম্পন্ন করতে হবে। রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি হলে তা মোকাবিলা করা কঠিন হবে।”

এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে সভাপতিত্ব করেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস। উল্লেখ্য, গত মঙ্গলবার কমিশন রাজনৈতিক দলগুলোর কাছে বহুল আলোচিত ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর চূড়ান্ত অনুলিপি পাঠিয়েছে। এতে সংস্কার প্রস্তাব বাস্তবায়নের কোনো নির্দিষ্ট পদ্ধতি উল্লেখ করা হয়নি। কমিশন জানিয়েছে, পরবর্তীতে তারা বাস্তবায়ন সুপারিশ দেবে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১১

আরো পড়ুন