পাকিস্তানের প্রখ্যাত মঞ্চ অভিনেত্রী ও নৃত্যশিল্পী মুনিবা শাহকে গুলি করে হত্যা করা হয়েছে। শনিবার (১১ অক্টোবর) গভীর রাতে পেশোয়ারের রিং রোডে অজ্ঞাত হামলাকারীরা তার রিকশাকে লক্ষ্য করে একাধিক রাউন্ড গুলি চালায়। ঘটনাস্থলেই অভিনেত্রী মারা যান। পুলিশের পক্ষ থেকে এ মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, হামলাকারীরা মুনিবার রিকশার দিকে কয়েকটি রাউন্ড গুলি চালানোর পর দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলে রিকশার চালকও আহত হন। গুরুতর অবস্থায় তাকে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পেশোয়ারের পুলিশ ঘটনার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। ফরেনসিক বিশেষজ্ঞরা বুলেটের খোলসসহ অন্যান্য প্রমাণ সংগ্রহ করেছেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলার সঙ্গে জড়িত সন্দেহভাজন ব্যক্তিদের শনাক্ত এবং গ্রেফতারের জন্য তল্লাশি অভিযান চলমান।
তদন্তকারীরা এখনো এই হামলার পেছনের সম্ভাব্য কারণ ও উদ্দেশ্য খুঁজে বের করার চেষ্টা করছেন। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো গ্রেফতার কার্যক্রম সম্পন্ন হয়নি। মুনিবা শাহ পাকিস্তানের মঞ্চ ও নৃত্য জগতে সুপরিচিত ছিলেন। তার মৃত্যু স্থানীয় শিল্প ও বিনোদন জগতের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে শিল্পী ও ভক্তরা এই হত্যাকাণ্ডের নিন্দা জানাচ্ছেন। পেশোয়ারের নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছেন এবং সংশ্লিষ্ট এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।