রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেল বড় জয় পেয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ১৭টি কেন্দ্রে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়।
ফলাফল অনুযায়ী, সহসভাপতি (ভিপি) পদে বিজয়ী হয়েছেন শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ। তিনি পেয়েছেন ১২ হাজার ৬৮৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত শেখ নূর উদ্দীন আবির পেয়েছেন ৩ হাজার ৩৯৭ ভোট। ভোটের ব্যবধান দাঁড়ায় ৯ হাজার ২৯০।
সাধারণ সম্পাদক (জিএস) পদে জয়লাভ করেছেন স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আম্মার। তিনি পেয়েছেন ১১ হাজার ৪৯৭ ভোট, যেখানে শিবির সমর্থিত প্রার্থী ফজলে রাব্বি ফাহিম রেজা পেয়েছেন ৫ হাজার ৭২৭ ভোট।
সহ সাধারণ সম্পাদক (এজিএস) পদে বিজয়ী হয়েছেন শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের প্রার্থী এস এম সালমান সাব্বির। তিনি পেয়েছেন ৬ হাজার ৯৭৫ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ৫ হাজার ৯৫১ ভোট।
দীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত এই রাকসু নির্বাচনে ভোটারদের উপস্থিতি ছিল উৎসবমুখর। নির্বাচনে অংশ নেয় মোট ১২টি প্যানেল ও স্বতন্ত্র প্রার্থী। বিশ্ববিদ্যালয় প্রশাসনের তত্ত্বাবধানে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।