Ridge Bangla

জুলাই যোদ্ধাদের দাবিতে সনদে জরুরি সংশোধনের ঘোষণা দিলেন ড. আলী রীয়াজ

জুলাই যোদ্ধাদের দাবির প্রেক্ষিতে ‘জুলাই জাতীয় সনদ’-এ জরুরি সংশোধনের ঘোষণা দিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ। শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চে তিনি এ ঘোষণা দেন।

ড. রীয়াজ বলেন, “জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদের পঞ্চম দফার অঙ্গীকারনামায় জরুরি সংশোধন আনা হচ্ছে। চূড়ান্ত সনদে তাদের স্বীকৃতি, মর্যাদা ও সুরক্ষা স্পষ্টভাবে উল্লেখ থাকবে।” তিনি আন্দোলনকারীদের উদ্দেশে দুঃখ প্রকাশ করে বলেন, “আপনাদের সঙ্গে এভাবে দেখা করতে হচ্ছে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।”

তিনি আরও জানান, কমিশন ও রাজনৈতিক দলগুলোর মধ্যে এসব বিষয়ে কোনো মতপার্থক্য নেই। কমিশনের মেয়াদ ৩১ অক্টোবর পর্যন্ত, তাই আজকের ঘোষণাই চূড়ান্ত নয়। সরকারের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

তবে ড. রীয়াজের আহ্বান উপেক্ষা করে অবস্থান কর্মসূচি চালিয়ে যান জুলাই যোদ্ধারা। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের সংসদ ভবন এলাকা থেকে সরিয়ে দেন। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে দক্ষিণ প্লাজা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাতভর অবস্থানরত জুলাই যোদ্ধারা মূল ফটকে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তা বেষ্টনী ভেঙে কিছু আন্দোলনকারী মঞ্চের দিকে অগ্রসর হন। পাঁচ শতাধিক বিক্ষুব্ধ অংশগ্রহণকারী অতিথিদের জন্য নির্ধারিত স্থানে বসে পড়েন। আন্দোলনকারীরা অভিযোগ করেন, সনদ প্রণয়নে তাদের মতামত উপেক্ষা করা হয়েছে এবং ন্যায্য স্বীকৃতি না দিয়ে অবমূল্যায়ন করা হয়েছে। তারা ১০ সদস্যের প্রতিনিধি দলকে মঞ্চে অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবি জানান।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১১

আরো পড়ুন