Ridge Bangla

ঢামেকে ‘বড় ডাক্তার’ পরিচয়ে প্রতারণা, রোগীর স্বজনের সন্দেহে ধরা ভুয়া চিকিৎসক

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বড় চিকিৎসক পরিচয়ে প্রতারণার অভিযোগে সজীব বর্মন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে আনসার সদস্যরা। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে তিনটার দিকে হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের ২০০ নম্বর ওয়ার্ড থেকে তাকে আটক করে পুলিশে হস্তান্তর করা হয়।

রোগীর স্বজন লিটন চক্রবর্তী জানান, তাঁর শ্বশুর অরুণ চক্রবর্তীকে নিউরো সার্জারি বিভাগে ভর্তি করা হয়। এ সময় সজীব বর্মন নিজেকে সিনিয়র চিকিৎসক পরিচয় দিয়ে তাদের কাছ থেকে ওষুধ ও ইনজেকশনের নামে টাকা দাবি করেন। সন্দেহ হলে আনসার সদস্যদের সহযোগিতায় তাঁকে আটক করা হয়।

আনসার প্লাটুন কমান্ডার মো. সেলিম মিয়া জানান, জিজ্ঞাসাবাদে সজীব বর্মন ভুয়া চিকিৎসক হিসেবে স্বীকার করেছেন। এর আগেও তিনি একই হাসপাতালে একাধিকবার প্রতারণার চেষ্টা করেছেন। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক বলেন, অভিযুক্তকে শাহবাগ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১০

আরো পড়ুন