রাজধানী ঢাকায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের ভাই শাহাদাত কাদেরসহ নয়জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নয় নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে শাহাদাত কাদেরও রয়েছেন। বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানান তিনি।
এর আগে, বুধবার (১৫ অক্টোবর) একই অভিযোগে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ রাজধানী থেকে আওয়ামী লীগের নিষিদ্ধ অঙ্গসংগঠনের আরও আট নেতাকর্মীকে আটক করে।
ডিসি মুহাম্মদ তালেবুর রহমান জানান, আটক ব্যক্তিরা ঝটিকা মিছিল ও বিশৃঙ্খলা সৃষ্টি করে জনমনে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছিলেন। তাদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।