Ridge Bangla

স্বাস্থ্যজ্ঞান ও দক্ষতা বাড়াতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফ্রি অনলাইন কোর্সের বিজ্ঞপ্তি

বিশ্বব্যাপী স্বাস্থ্য জ্ঞান ও দক্ষতা বাড়াতে অনলাইনভিত্তিক শিক্ষা উদ্যোগ নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তাদের নিজস্ব ই–লার্নিং প্ল্যাটফর্ম ‘ওপেনডব্লিউএইচও’–এর মাধ্যমে এখন পাওয়া যাচ্ছে নানা বিষয়ভিত্তিক ফ্রি অনলাইন কোর্স, যা যে কেউ সম্পূর্ণ বিনা মূল্যে ও নিজের সুবিধামতো সময়ে সম্পন্ন করতে পারবেন।

ডব্লিউএইচও জানিয়েছে, এসব কোর্সের মূল লক্ষ্য হলো বৈশ্বিক স্বাস্থ্য শিক্ষা জোরদার করা এবং স্বাস্থ্য জরুরি পরিস্থিতিতে দ্রুত ও কার্যকরভাবে সাড়া দেওয়ার সক্ষমতা তৈরি করা। অংশগ্রহণকারীদের জন্য কোনো নিবন্ধন ফি বা সময়সীমা নির্ধারিত নেই। জাতীয়তা, পেশাগত পটভূমি কিংবা শিক্ষাগত যোগ্যতা—কোনো কিছুই বাধা নয়। যে কেউ অংশ নিতে পারেন নিজের সুবিধামতো সময়ে।

এছাড়া কোর্সগুলো ২০টিরও বেশি ভাষায় পাওয়া যায়, যাতে সারা বিশ্বের শিক্ষার্থীরা সহজেই অংশ নিতে পারেন। ২০২৫ সালে ওপেনডব্লিউএইচও প্ল্যাটফর্মটিকে আরও সহজ ও উন্মুক্ত করা হয়েছে—এখন আর নিবন্ধন বা সার্টিফিকেটের প্রয়োজন নেই। এর বদলে ভিডিও, স্লাইড এবং ব্যবহারিক শিক্ষাসামগ্রী সহজে দেখা, ডাউনলোড ও শেয়ার করার সুবিধা রাখা হয়েছে।

কোর্স কাঠামো সাজানো হয়েছে তিন স্তরে:

ওপেনডব্লিউএইচও প্ল্যাটফর্মের কোর্সগুলো প্রাথমিক, মধ্যবর্তী ও উচ্চ—এই তিন স্তরে বিভক্ত। বিষয় হিসেবে রয়েছে মহামারি মোকাবিলা, জনস্বাস্থ্য প্রচারণা, জরুরি প্রস্তুতি ও প্রতিক্রিয়া কৌশলসহ নানা গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ। এসব কোর্সের মাধ্যমে ডব্লিউএইচও একটি দক্ষ ও প্রস্তুত বৈশ্বিক স্বাস্থ্য কর্মীবাহিনী গড়ে তুলতে চায়।

যেসব যোগ্যতা দরকার:

  • বিশ্বের যেকোনো দেশের মানুষ অংশ নিতে পারেন।
  • শেখার আগ্রহ, ইতিবাচক মনোভাব ও সহযোগিতার মানসিকতা থাকতে হবে।
  • শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতার কোনো বাধ্যবাধকতা নেই।
  • মেডিকেল ও জনস্বাস্থ্য বিষয়ে আগ্রহীরা বিশেষভাবে উপকৃত হবেন।
  • অংশগ্রহণের জন্য ল্যাপটপ বা কম্পিউটার ও ভালো ইন্টারনেট সংযোগ প্রয়োজন।

আবেদন করবেন যেভাবে:
সব কোর্সের জন্য আবেদন সম্পূর্ণ অনলাইনে করতে হবে। অংশগ্রহণে কোনো ফি বা পূর্বশর্ত নেই। বিস্তারিত ও নিবন্ধন করা যাবে এই লিংকে: https://openwho.org

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন