Ridge Bangla

জাতিসংঘের শুভেচ্ছাদূত হলেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরকে জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা ‘ইউএন উইমেন পাকিস্তান’-এর জাতীয় শুভেচ্ছাদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ দায়িত্বে থেকে তিনি দেশজুড়ে নারীর ক্ষমতায়ন, লিঙ্গসমতা ও সমঅধিকার প্রতিষ্ঠায় সচেতনতা তৈরিতে কাজ করবেন। পাশাপাশি সামাজিক পরিবর্তনে জনগণকে উদ্বুদ্ধ করার কাজেও সক্রিয় ভূমিকা রাখবেন বলে জানিয়েছে সংস্থাটি। খবর পাকিস্তান টুডে।

ইউএন উইমেনের পক্ষ থেকে জানানো হয়, জনপ্রিয় তারকা হিসেবে হানিয়া তার প্রভাব ও কণ্ঠস্বর ব্যবহার করে পাকিস্তানের নারী ও কন্যাশিশুদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নতুন মাত্রা যোগ করবেন। তিনি নারীদের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অংশগ্রহণে অনুপ্রেরণা দেবেন।

দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় হানিয়া আমির বলেন, “ইউএন উইমেনের জাতীয় শুভেচ্ছাদূত হিসেবে মনোনীত হওয়া আমার জন্য গভীর সম্মানের। এটি শুধু একটি উপাধি নয়, বরং এমন নারীদের প্রতিনিধিত্বের দায়িত্ব, যাদের কণ্ঠস্বর সমাজে অনেক সময় পৌঁছায় না।”

সম্প্রতি আন্তর্জাতিক পরিসরেও হানিয়ার জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে। যুক্তরাষ্ট্রের হিউস্টনে বিনোদন ও সামাজিক উদ্যোগে অবদানের স্বীকৃতি হিসেবে তিনি পেয়েছেন ‘গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড’। পাশাপাশি ভারতের আসন্ন পাঞ্জাবি চলচ্চিত্র ‘সর্দারজি থ্রি’-এর মাধ্যমে বলিউডে অভিষেক ঘটেছে তার, যা তাকে দক্ষিণ এশীয় বিনোদন জগতে নতুন আলোচনায় এনেছে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন