Ridge Bangla

অভিনয়ে ফিরতে চান কঙ্গনা, রাজনীতিতে অসন্তুষ্টির ইঙ্গিত

বলিউডের ঠোঁটকাটা অভিনেত্রী ও বর্তমানে হিমাচল প্রদেশের মান্ডি কেন্দ্রের সংসদ সদস্য কঙ্গনা রানাউত ফের ইঙ্গিত দিলেন রাজনীতিতে মন টিকছে না তার। বরং আবারও সিনেমার জগতে ফিরতে চান তিনি।

সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ গোপীর পদত্যাগ ইচ্ছা প্রকাশের পর কঙ্গনা বলেন, “আমি কখনই চলচ্চিত্র দুনিয়া ছেড়ে পুরোপুরি রাজনীতিবিদ হতে চাইনি। যারা জনগণের জন্য কাজ করেন, তাদের অন্য পেশাতেও কাজ চালিয়ে যাওয়ার সুযোগ থাকা উচিত।”

কঙ্গনার মতে, রাজনীতি এমন একটি ক্ষেত্র যেখানে পথ খুব অমসৃণ, পরিশ্রম অনেক কিন্তু পারিশ্রমিক অল্প। “এখানে নানা খরচ আছে, অথচ শিল্পীরা নিজেদের পেশায় সময় দিলে মানুষ তা নিয়ে মশকরা করে,” বলেন তিনি। রাজনীতির পাশাপাশি অভিনয়ের মতো সৃজনশীল পেশায় যুক্ত থাকার স্বাধীনতা প্রত্যেকের থাকা উচিত বলেও মত দেন এই তারকা।

অভিনেত্রী আরও জানান, সংসদ সদস্য হিসেবে প্রাপ্ত বেতনে সংসার চালানো কঠিন। “একজন এমপি যা পান, রান্নার লোক ও ড্রাইভারকে বেতন দেওয়ার পর হাতে থাকে মাত্র ৫০-৬০ হাজার টাকা,” বলেছেন কঙ্গনা। উল্লেখ্য, ‘ইমার্জেন্সি’ সিনেমার পর তিনি আর কোনো অভিনয় প্রকল্পে যুক্ত হননি। তবে সূত্র জানায়, এবার তিনি হলিউডে কাজের প্রস্তুতি নিচ্ছেন।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১১

আরো পড়ুন