Ridge Bangla

তিন গোয়েন্দার লেখক রকিব হাসান মারা গেছেন

জনপ্রিয় কিশোর গোয়েন্দা সিরিজ তিন গোয়েন্দা-এর স্রষ্টা ও খ্যাতনামা লেখক রকিব হাসান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৫ অক্টোবর) বিকেলে ডায়ালাইসিস চলাকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।

রকিব হাসান কিছুদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। তাঁর দুটি কিডনি বিকল হয়ে যাওয়ায় নিয়মিত ডায়ালাইসিস চলছিল ধানমন্ডির গণস্বাস্থ্য হাসপাতালে। চিকিৎসাধীন অবস্থায়ই তিনি মারা যান।

সেবা প্রকাশনীর উপদেষ্টা মাসুমা মায়মূর সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেন। তিনি সেবা প্রকাশনীর প্রতিষ্ঠাতা কাজী আনোয়ার হোসেনের ছোট ছেলে কাজী মায়মূর হোসেনের স্ত্রী।

বাংলাদেশে কিশোর সাহিত্যকে জনপ্রিয় করে তুলতে রকিব হাসানের অবদান অনস্বীকার্য। তাঁর সৃষ্টি তিন গোয়েন্দা সিরিজটি নব্বইয়ের দশকে দেশের তরুণ পাঠকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। কিশোরদের রোমাঞ্চ, অভিযান ও রহস্যের জগতে তিনি নিয়ে গিয়েছিলেন এক অনন্য উচ্চতায়।

লেখালেখির পাশাপাশি তিনি দীর্ঘদিন রহস্যপত্রিকা-এর সহকারী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। গোয়েন্দা ও থ্রিলার সাহিত্যের পাশাপাশি রকিব হাসান অনুবাদক হিসেবেও ছিলেন দক্ষ। তিনি তিন গোয়েন্দা-এর মোট ১৬০টি বই লিখেছেন এবং আরও প্রায় ৩০টি বই অনুবাদ করেছেন।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১০

আরো পড়ুন