Ridge Bangla

চট্টগ্রাম ইপিজেডে পোশাক কারখানায় ভয়াবহ আগুন

চট্টগ্রামের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) আল হামিদ টেক্সটাইল কারখানায় বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নয়তলা ভবনটিতে প্রায় ৫ শতাধিক শ্রমিক অবস্থান করছিলেন বলে জানা গেছে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. জসিম উদ্দীন সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন, এ পর্যন্ত ফায়ার সার্ভিসের ৬টি স্টেশন থেকে ১৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তিনি জানান, পরিস্থিতি এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি এবং আগুন নেভাতে ফায়ার সার্ভিসের দল নিরলসভাবে কাজ করছে।

আগ্নিকাণ্ডের কারণে কারখানার শ্রমিক ও আশপাশের এলাকার মানুষদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, কারখানার উচ্চতা এবং অভ্যন্তরীণ কাঠামো আগুন দ্রুত ছড়িয়ে পড়ার কারণ হিসেবে কাজ করছে।

ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল আগুনের উৎস সনাক্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। ভবনের আশেপাশে সাইরেন বাজিয়ে নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে। প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে শ্রমিকদের নিরাপদে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। দুর্ঘটনার কারণে সড়কে যানবাহনের চলাচলও সীমিত করা হয়েছে।

বিস্তারিত আসছে…

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৬

আরো পড়ুন