Ridge Bangla

কলাবাগানে স্ত্রীকে হত্যার পর ডিপ ফ্রিজে লাশ রেখে পালিয়ে যাওয়া নারীর স্বামী গ্রেফতার

রাজধানীর কলাবাগানে স্ত্রী তাসলিমা আক্তারকে হত্যা করে লাশ ডিপ ফ্রিজে লুকিয়ে রেখে পালানো স্বামী নজরুল ইসলামকে (৫৯) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে বংশাল থানার নবাবপুর রোড এলাকা থেকে তাকে আটক করা হয়।

আজ বুধবার (১৫ অক্টোবর) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, গত রোববার রাতে কলাবাগান প্রথম লেনের একটি ফ্ল্যাটে পারিবারিক কলহের জেরে স্ত্রী তাসলিমাকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করেন নজরুল ইসলাম। এরপর লাশটি বিছানার চাদর ও ওড়না দিয়ে মুড়িয়ে ডিপ ফ্রিজে লুকিয়ে রাখেন এবং আলামত নষ্টের চেষ্টা করেন।

পরদিন সকালে তিনি মেয়েদের জানান, তাদের মা অন্য একজনের সঙ্গে পালিয়ে গেছে। কিন্তু ঘরে রক্তের দাগ দেখে সন্দেহ হলে নিহতের দুই মেয়ে ও নিহত তাসলিমার ভাই কলাবাগান থানায় অভিযোগ করেন। পরে পুলিশ বাসায় তল্লাশি চালিয়ে ফ্রিজের ভেতর থেকে তাসলিমার মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় নিহতের ভাই নাঈম হোসেন বাদী হয়ে কলাবাগান থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তে সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তির সহায়তায় নজরুল ইসলামের অবস্থান শনাক্ত করে পুলিশ। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে হত্যায় ব্যবহৃত দা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, দাম্পত্য কলহ, স্ত্রীর প্রতি সম্পত্তি হাতিয়ে নেওয়া এবং পরকিয়ার সন্দেহ থেকেই এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন নজরুল ইসলাম। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৬

আরো পড়ুন