তিস্তা নদী রক্ষায় ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ আন্দোলনের অংশ হিসেবে উত্তরাঞ্চলের পাঁচ জেলায় একযোগে মশাল প্রজ্বলন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় রংপুর বিভাগের লালমনিরহাট, রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম ও গাইবান্ধার ১১টি স্থানে লাখো মানুষের অংশগ্রহণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
আন্দোলনের প্রধান সমন্বয়ক, সাবেক উপমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু রংপুর থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন। তিনি বলেন, “তিস্তা শুধু উত্তরাঞ্চলের নয়, সমগ্র বাংলাদেশের অর্থনীতির প্রাণ। অবিলম্বে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করতে হবে। জনগণ এখন তিস্তার ন্যায্য অধিকার আদায়ে রাস্তায় নেমেছে।”
দুলু আরও বলেন, “তিস্তা সমস্যা কোনো আঞ্চলিক বিষয় নয়, এটি একটি জাতীয় ইস্যু। দীর্ঘ ১৬ বছর রংপুর অঞ্চলের মানুষ ফ্যাসিবাদী শাসনের নিচে কষ্ট পাচ্ছে, তবুও আমাদের আন্দোলন থামেনি।”
তিস্তা মহাপরিকল্পনার বিরোধীদের উদ্দেশে কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “তিস্তা মহাপরিকল্পনার বিপক্ষে যারা দাঁড়াবে, তারা জাতীয় শত্রু হিসেবে বিবেচিত হবেন।”
তিনি সরকারকে নভেম্বর মাসের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন কাজ শুরু করার আহ্বান জানান এবং সতর্ক করে বলেন, তিস্তা রক্ষার দাবি উপেক্ষা করা হলে বৃহত্তর রাজনৈতিক আন্দোলন গড়ে তোলা হবে।