Ridge Bangla

‘কৃষকদের হাতেই বাংলাদেশের শক্তি’: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশের শক্তির মূল উৎস কৃষক সমাজ। তাদের অক্লান্ত পরিশ্রমেই আজকের বাংলাদেশ গড়ে উঠেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, “বগুড়ার উর্বর মাঠ থেকে বরিশালের ভাসমান বাগান পর্যন্ত প্রতিটি শস্যদানার ভেতর লুকিয়ে আছে কৃষকদের সহনশীলতা ও আমাদের সম্মিলিত ভবিষ্যতের গল্প।”

তিনি উল্লেখ করেন, বিএনপি বিশ্বাস করে, সরকার, কৃষক, উদ্যোক্তা ও জনগণের যৌথ অংশীদারিত্বের মাধ্যমেই সত্যিকারের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। প্রেসিডেন্ট জিয়াউর রহমান দুর্ভিক্ষের সময় দেশের খাদ্য উৎপাদন বাড়িয়ে আত্মনির্ভরতার পথে যাত্রা শুরু করেছিলেন, যা পরবর্তীতে বেগম খালেদা জিয়া নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেন।

বর্তমান পরিস্থিতি নিয়ে তারেক রহমান বলেন, “বাংলাদেশ এখন খাদ্যের মূল্যবৃদ্ধি, পানি সংকট ও জলবায়ু হুমকির মুখে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের আবারও সেই মূলনীতিতে ফিরতে হবে, যার ভিত্তিতে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা গিয়েছিল।”

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে তিনি জানান, বাংলাদেশ বর্তমানে ১১.৫ লক্ষাধিক রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে, কিন্তু আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় প্রতিটি পরিবার মাসে মাত্র ছয় ডলারের খাদ্য সহায়তায় বেঁচে আছে।

খাদ্য ও কৃষি নিরাপত্তায় বিএনপির পরিকল্পনা তুলে ধরে তারেক রহমান বলেন, প্রতিটি কৃষককে নিরাপদ ডিজিটাল পরিচয়পত্র প্রদান করা হবে, যাতে তারা সরাসরি ভর্তুকি, ঋণ, ন্যায্যমূল্য ও ফসল বিমার সুবিধা পান। তিনি বলেন, “বাংলাদেশের শক্তি সেই হাতে, যে হাত মাটিতে চাষ করে। বিএনপি সেই হাতগুলোকে ক্ষমতায়িত করবে, যেন তারাই গড়ে তুলতে পারে আগামী বাংলাদেশের ভিত্তি।”

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৬

আরো পড়ুন