Ridge Bangla

জুলাই যোদ্ধাদের ওপর হামলার নিন্দা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

জুলাই সনদের আইনি বৈধতাসহ কয়েকটি দাবিতে আন্দোলনরত জুলাই যোদ্ধাদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনটি বলেছে, যারা জুলাই আন্দোলনের গুরুত্বপূর্ণ অংশীদার, তাদের বাদ দিয়ে কিছু রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে সনদে স্বাক্ষর করা জুলাইয়ের ছাত্র-জনতার সঙ্গে এক ধরনের “চরম প্রতারণা।”

শুক্রবার (১৭ অক্টোবর) সংগঠনের দপ্তর সম্পাদক শাহাদাত হোসেনের পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

বিবৃতিতে সংগঠনের সভাপতি রিফাত রশিদ ও সাধারণ সম্পাদক হাসান ইনাম বলেন, “অত্যন্ত উদ্বেগজনকভাবে দেখা গেছে, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষরের আগেই আইনশৃঙ্খলা বাহিনী ‘জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধা’ ব্যানারে আন্দোলনরত যোদ্ধাদের ওপর হামলা চালিয়েছে। এতে আতিকুল গাজীসহ অন্তত ২৭ জন গুরুতর আহত হয়েছেন। পাশাপাশি জাতীয় ঐকমত্য কমিশনের এক সদস্যের বিরুদ্ধে যোদ্ধাদের সঙ্গে অসদাচরণের অভিযোগও উঠেছে।”

তারা আরও বলেন, “২৪-এর জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত যোদ্ধাদের রক্তের বিনিময়ে আজকের ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ অর্জিত হয়েছে। সেই রক্তের ওপর দাঁড়িয়ে থাকা সনদের স্বাক্ষরের পূর্বে যোদ্ধাদের ওপর হামলা শুধু নিন্দনীয়ই নয়, এটি জুলাইয়ের চেতনা ও আত্মত্যাগের প্রতি বিশ্বাসঘাতকতা।”

বিবৃতিতে বলা হয়, স্বাক্ষর অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্য, আহত যোদ্ধা ও ছাত্র প্রতিনিধিদের উপস্থিতি নিশ্চিত না করে কেবল কিছু রাজনৈতিক দলকে নিয়ে অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে, যা গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থী।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৭

আরো পড়ুন