Ridge Bangla

পরিবারের সকলকে হাত-পা বেঁধে ডাকাতি, বাধা দিতে গিয়ে বৃদ্ধ নিহত

বগুড়ার দুপচাঁচিয়ায় ডাকাতির সময় বিমলা পদ্দার (৬৫) নামের এক বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা করেছে মুখোশধারী দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) গভীর রাতে তালোড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, তালোড়া বাজার এলাকার মৃত রাধেশ্যাম পদ্দারের পরিবারের সদস্যরা খৈল-ভুসির ব্যবসার সঙ্গে যুক্ত। পরিবারের পাঁচ ভাইবোন মিলে দুইতলা ভবনের উপরের তলায় বসবাস করতেন, নিচতলায় ছিল দোকান ও গুদাম।

গভীর রাতে ৫–৭ জন মুখোশধারী ছাদ দিয়ে ঘরে প্রবেশ করে পরিবারের সদস্যদের বেঁধে ফেলে। ডাকাতির সময় বাধা দিলে বিমলা পদ্দারকে শ্বাসরোধে হত্যা করে তারা। পরে ঘর থেকে প্রায় সাত লাখ টাকা লুট করে পালিয়ে যায়।

বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা জানান, খবর পেয়ে পুলিশ সকালে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে একাধিক দল মাঠে কাজ করছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ২০

আরো পড়ুন