Ridge Bangla

দেশের সাইবার স্পেসে জুয়া ও পর্নোগ্রাফি দমনে জিরো টলারেন্স ঘোষণা

বাংলাদেশ সরকার দেশের সাইবার স্পেসকে নিরাপদ, নৈতিক ও প্রজন্মবান্ধব রাখতে জুয়া, বেটিং ও পর্নোগ্রাফি সম্পর্কিত কার্যক্রমের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে।

আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি অনলাইন প্ল্যাটফর্ম, ওয়েবসাইট, মোবাইল অ্যাপ ও সামাজিক যোগাযোগমাধ্যমে এসব অনৈতিক কনটেন্ট ও বিজ্ঞাপনের বিস্তার বাড়ছে। যা সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২-এর পরিপন্থি।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাইবার স্পেসে জুয়া, বেটিং বা পর্নোগ্রাফি সম্পর্কিত কনটেন্ট তৈরি, প্রচার বা বিজ্ঞাপন প্রকাশ করা আইনত দণ্ডনীয় অপরাধ। এ বিষয়ে সরকার ও জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি (NCSA) চারটি ক্ষেত্রকে বিশেষভাবে নির্দেশনা দিয়েছে।

মিডিয়া ও ডিজিটাল প্ল্যাটফর্ম: কোনো অনলাইন নিউজপোর্টাল, সংবাদমাধ্যম বা বিজ্ঞাপন সংস্থা এসব কনটেন্ট প্রচার করতে পারবে না। নিয়ম ভঙ্গ হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

সেলিব্রিটি ও কনটেন্ট ক্রিয়েটর: ইনফ্লুয়েন্সার ও মিডিয়া ব্যক্তিত্বদের অনৈতিক পণ্য বা সেবার প্রচারণা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

দেশি ও বিদেশি ওয়েবসাইট/অ্যাপ: বাংলাদেশে অ্যাক্সেসযোগ্য কোনো প্ল্যাটফর্মে জুয়া বা পর্নোগ্রাফি সম্পর্কিত কনটেন্ট প্রচার নিষিদ্ধ করা হয়েছে।

আন্তর্জাতিক বিজ্ঞাপন প্ল্যাটফর্ম: গুগল, মেটা ও অন্যান্য বিজ্ঞাপন সেবাদাতাদের স্থানীয় আইন অনুযায়ী ফিল্টারিং ও কনটেন্ট নিয়ন্ত্রণ নিশ্চিত করতে বলা হয়েছে।

এছাড়া, নাগরিকদের আহ্বান জানানো হয়েছে, অনলাইনে এ ধরনের কোনো কনটেন্ট দেখলে notify@ncsa.gov.bd ঠিকানায় রিপোর্ট করতে।

সরকার জানিয়েছে, নৈতিক ও নিরাপদ ডিজিটাল সমাজ গড়তে সিআইডি, বিটিআরসি, এনসিএসএ, এনটিএমসি, এনএসআই ও বিএফআইইউ যৌথভাবে কাজ করছে। এই উদ্যোগ তরুণ প্রজন্মের নৈতিক বিকাশ ও সামাজিক মূল্যবোধ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৪

আরো পড়ুন