Ridge Bangla

ফের হামলার শিকার কপিল শর্মা

ভারতের জনপ্রিয় কৌতুক অভিনেতা কপিল শর্মা ফের হামলার শিকার হয়েছেন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) তার ক্যাফেতে গাড়ি করে এসে কয়েকজন দুষ্কৃতকারী বাইরে থেকে এলোপাতাড়ি গুলি চালায়। এই ঘটনায় প্রকাশ্যে হত্যার হুমকির অভিযোগে রীতিমতো শোরগোল পড়ে ভারতীয় বিনোদন জগতে।

ঘটনার ভিডিও প্রকাশ্যে আসার পরেই শোরগোলের মধ্যেই জল্পনা উঠেছে, আবার কি লরেন্স বিষ্ণোই গ্যাং এই হামলা চালিয়েছে। সত্যিই তাই। কুখ্যাত গ্যাংয়ের দুই সদস্য কূলদীপ সিন্ধু এবং গোল্ডী ঢিলো নিজেদের সামাজিক মাধ্যমে ঘটনার দায় স্বীকার করেছেন। তারা লিখেছেন, “আমি কূলদীপ সিন্ধু এবং গোল্ডী ঢিলো এই হামলার দায় নিচ্ছি। সাধারণ মানুষের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই। কিন্তু যারা অনৈতিক কাজের সঙ্গে জড়িত এবং সাধারণ মানুষকে তাদের প্রাপ্য থেকে বঞ্চিত করে, তাদের সাবধান।”

এর আগে এই বিষ্ণোই দলের একই দুই সদস্য কপিলের ওপর পূর্ববর্তী দুটি হামলার দায়ও স্বীকার করেছিল। এবারও কপিলের বাড়ি ও ক্যাফেতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ভারতীয় পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে।

কপিল শর্মা ২০২৫ সালের প্রথম দিকে কানাডায় নিজের রেস্তোরাঁ খুলেন। এরপর একের পর এক হামলার ঘটনা ঘটেছে। গত ৯ জুলাই ভোরে ক্যাফে খোলার সময় গাড়ি করে কয়েকজন এসে গুলি চালান। মাস না পেরোতেই দ্বিতীয় হামলা ঘটে। এবার তৃতীয়বারের হামলার ঘটনা ঘটলেও কপিল এই ঘটনায় এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেননি।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৫

আরো পড়ুন