Ridge Bangla

ক্যাপিটাল ড্রামায় আসছে নতুন নাটক ‘খুঁজি তোকে’

অল্প সময়েই দর্শকের আস্থা ও জনপ্রিয়তা অর্জন করেছে ইউটিউবের জনপ্রিয় নাট্যচ্যানেল ক্যাপিটাল ড্রামা। নিয়মিতভাবেই বড় পরিসরে মানসম্মত নাটক উপহার দিচ্ছে তারা। সম্প্রতি মুক্তি পাওয়া মহিদুল মহিম পরিচালিত ‘চোর’ নাটকটি ইতোমধ্যেই দর্শকমহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

এরই ধারাবাহিকতায় এবার আসছে নতুন নাটক ‘খুঁজি তোকে’। নাটকটি নির্মাণ করেছেন ইমরাউল রাফাত। এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন তরুণ অভিনেতা ইয়াশ রোহান এবং জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। নির্মাতার ভাষায়, নাটকটি হলেও এতে সিনেমাটিক আবহ তৈরি করা হয়েছে, যা দর্শকদের এক মুহূর্তের জন্যও পর্দা থেকে চোখ সরাতে দেবে না।

নাটকটিতে থাকছে দুটি ফাইটিং দৃশ্য এবং একটি গান। গানটির শিরোনাম ‘সাথি রে’, কণ্ঠ দিয়েছেন আবীর বিশ্বাস। প্রেম ও বিচ্ছেদের গল্পনির্ভর এই নাটকের দৃশ্যধারণ হয়েছে বাগেরহাটের নান্দনিক লোকেশনে।

নির্মাতা ইমরাউল রাফাত বলেন, “গল্পে বাস্তব আবেগের ছোঁয়া রেখেছি। এটি এমন এক প্রেমের গল্প, যা অনেকের জীবনের সঙ্গে মিল খুঁজে পাবে।” আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ৩টায় ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলে মুক্তি পাচ্ছে ‘খুঁজি তোকে’।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১০

আরো পড়ুন