রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে পোশাক কারখানা ও রাসায়নিকের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জনের প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি শোকবার্তা প্রকাশ করেন।
শোকবার্তায় তারেক রহমান নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন। তিনি বলেন, “প্রিয়জনদের হারানো অত্যন্ত বেদনাদায়ক ও হৃদয়বিদারক। আমরা এই শোকের সময়ে নিহতদের পরিবারগুলোর পাশে আছি।” তিনি আরও বলেন, “কর্মক্ষেত্রের নিরাপত্তার মান নিশ্চিত করা এখন সময়ের দাবি। যেন অবহেলা বা নিরাপত্তার অভাবে আর কোনো প্রাণহানি না ঘটে।”
সরকারের প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, অগ্নিদুর্ঘটনার কারণ অনুসন্ধানে স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত পরিচালনা করতে হবে। দায়ীদের শনাক্ত করে দ্রুত জবাবদিহির আওতায় আনা জরুরি। তিনি বলেন, “প্রতিটি মানুষের জীবন অমূল্য। তাই কর্মক্ষেত্রে নিরাপত্তা বিধান শুধু কর্তৃপক্ষের দায় নয়, এটি একটি নৈতিক দায়িত্বও। এই ধরনের দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।”
উল্লেখ্য, মঙ্গলবার সন্ধ্যায় মিরপুরের রূপনগরে একটি গার্মেন্টস কারখানার প্রিন্টিং বিভাগ ও পাশের কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ভবনের ছাদে তালা থাকায় অনেকেই বের হতে না পেরে ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মারা যান।