Ridge Bangla

ফিল্মফেয়ার জয়ী হলেন লক্ষ লালওয়ানি

টেলিভিশন সিরিজে অভিনয়ের মধ্য দিয়ে শোবিজে যাত্রা শুরু করেছিলেন লক্ষ লালওয়ানি। ‘ওয়ারিয়র হাই’, ‘পরদেশ মে হ্যায় মেরা দিল’ এবং ‘পোরাস’ সিরিজে অভিনয় করে দর্শকপ্রিয়তা অর্জন করেন তিনি। এবার ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত প্রথম বলিউড ছবি ‘কিল’-এর জন্য তিনি সেরা অভিনেতার ফিল্মফেয়ার পুরস্কার জিতেছেন। এই ছবির জন্য তিনি ২৫তম আইফা পুরস্কারও অর্জন করেছেন।

ফিল্মফেয়ার পুরস্কার গ্রহণের পর লক্ষ বলেন, “আজ আমার স্বপ্ন পূরণ হলো। এই মুহূর্তটি আমি কখনও ভুলব না।”

‘কিল’ পরিচালনা করেছেন নিখিল নাগেশ ভাট এবং প্রযোজনা করেছে করণ জোহরের ধর্মা প্রোডাকশন ও সিক্য এন্টারটেইনমেন্ট। এটি একটি থ্রিলার ও অ্যাকশন ঘরানার ছবি, যেখানে লক্ষের চরিত্র ও অভিনয় সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।

লক্ষ ছোট পর্দার জনপ্রিয় ধারাবাহিক ‘পেয়ার তুনে কেয়া কিয়া’ এবং ‘পরদেশ মে হ্যায় মেরা দিল’ দিয়ে অভিনয় শুরু করেছিলেন। এরপর ‘পোরাস’ সিরিজে তিনি আলোচিত হন। সিরিজ চলাকালে তাকে একটি টিভি শোতে দৈনিক ১৫,০০০ রুপি অফার করা হয়েছিল, যা পরিবার চাইলেও তিনি নেননি। লক্ষ্য মনে করেন, এটি শুধু টাকার বিষয় ছিল না, বরং স্বপ্নের ব্যাপার।

একসময় টিভি থেকে তার মাসিক আয় প্রায় ৩০ লাখ রুপি ছিল। সেই নিরাপদ আয় ছেড়ে বলিউডে আসা ছিল বড় ঝুঁকি। ‘কিল’-এর পরে লক্ষ ওয়েব সিরিজ ‘ব্যাডস অব বলিউড’-এও কাজ করেছেন। এই সিরিজে তার সম্পর্ক পরিবর্তিত হয়; যেখানে সিনেমায় প্রতিদ্বন্দ্বী ছিলেন, সেখানে ঘনিষ্ঠ বন্ধু। লক্ষের মতে, “টিভি বা সিনেমা যেখানেই থাকি, আমি নিজের সেরাটা দেব। স্বপ্ন পূরণে চ্যালেঞ্জ থাকবেই।”

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৬

আরো পড়ুন