Ridge Bangla

হানিমুনে শ্রীলঙ্কা-মালদ্বীপে শবনম ফারিয়া

চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেত্রী শবনম ফারিয়া কাজ ও ব্যক্তিগত জীবন—দুয়েতেই ভক্তদের মুগ্ধ করে চলেছেন। গত ১৯ সেপ্টেম্বর তিনি দ্বিতীয়বার বিয়ে করেন তানজিব তৈয়বকে, একটি ছিমছাম আয়োজনে। বিয়ের পর থেকেই নিজের দাম্পত্য জীবনের সুখের মুহূর্তগুলো নিয়মিতভাবে ভাগ করে নিচ্ছেন তিনি। এবার আলোচনায় এসেছে তার হানিমুন সফর, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে ব্যাপক আগ্রহ।

বিয়ের কয়েকদিন পরই দেশের বাইরে পাড়ি জমান শবনম ফারিয়া। ৭ অক্টোবর শ্রীলঙ্কায় পৌঁছান তিনি। সেখানে কালো টি-শার্ট ও ছোট প্যান্ট পরা কয়েকটি ছবিতে দেখা যায় তাকে, যা নিয়ে কিছু নেটিজেন সমালোচনা করলেও, ছুটির আনন্দে নির্ভার ছিলেন এই অভিনেত্রী। তিনি নিয়মিতভাবে নিজের ভ্রমণের মুহূর্তগুলো শেয়ার করেন ভক্তদের সঙ্গে।

শ্রীলঙ্কার পর গন্তব্য হয় মালদ্বীপ। সেখানকার আদারান ওশান ভিলাস, হুধুরান ফুশি এবং আদারান হুধুরানফুশি আইল্যান্ড রিসোর্ট থেকে একাধিক ছবি ও পোস্ট শেয়ার করেছেন ফারিয়া। এক পোস্টে দেখা যায়, কাঠের জেটির ওপর দাঁড়িয়ে হলুদ পোশাক পরে হাসিমুখে পোজ দিচ্ছেন তিনি। অন্য পোস্টে কালো টি-শার্ট ও সানগ্লাস পরে সমুদ্রের ধারে বসে ডলফিন দেখার অভিজ্ঞতা তুলে ধরেছেন।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১২

আরো পড়ুন