Ridge Bangla

আসছে বাহুবলী-৩, একসঙ্গে দুই পর্বে দর্শক মাতাবে

মুক্তির এক দশক পার হলেও ‘বাহুবলী’ সিরিজের জনপ্রিয়তা আজও অক্ষুণ্ণ। ওটিটি মাধ্যম এবং ইউটিউবে ছবির দুই পর্বের দাপট এখনো অব্যাহত, এবং দর্শকরা মুখিয়ে আছেন তৃতীয় পর্বের জন্য। তাদের অপেক্ষার অবসান ঘটাতে আসছে ‘বাহুবলী: দ্য এপিক’। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমাটির প্রথম পর্ব মুক্তির এক দশক পূর্তি উপলক্ষে আগামী ৩১ অক্টোবর মুক্তি পাবে। তবে এটি নতুন কোনো কাহিনি নয়; মূলত প্রথম ও দ্বিতীয় পর্ব একত্রে সংকলন আকারে উপস্থাপন করা হবে।

দর্শকদের প্রশ্ন উঠছে—নতুন গল্প না থাকলেও কেন এটি বিশেষ? কারণ, ‘বাহুবলী: দ্য বিগিনিং’ এবং ‘বাহুবলী ২: দ্য কনক্ল্যুশন’ একসময় নেটফ্লিক্স থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। এরপরই সিদ্ধান্ত হয়—দুই পর্বকে একসঙ্গে সংকলন হিসেবে পুনরায় বড়পর্দায় প্রদর্শন করা হবে।

২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘বাহুবলী: দ্য বিগিনিং’-এর মাধ্যমে দক্ষিণ ভারতীয় সিনেমা নতুন উচ্চতায় পৌঁছায় পরিচালক এস. এস. রাজামৌলির হাত ধরে। এর সিক্যুয়েল ‘বাহুবলী ২: দ্য কনক্ল্যুশন’ মুক্তির পর ভারতীয় চলচ্চিত্রে ইতিহাস সৃষ্টি করে, বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড় তোলে এবং অভিনেতা প্রভাস-কে রাতারাতি আন্তর্জাতিক তারকা বানায়।

‘বাহুবলী: দ্য এপিক’-এ দুই পর্ব একত্রে উপভোগের সুযোগ পাবে দর্শকরা। প্রায় পাঁচ ঘণ্টা দীর্ঘ এই সংকলন দর্শকদের জন্য হবে এক অনন্য সিনেমাটিক অভিজ্ঞতা, যেখানে একসঙ্গে ধরা পড়বে রাজকীয় যুদ্ধ, বিশ্বাসঘাতকতা, প্রেম ও মহাকাব্যিক ন্যারেটিভের সমস্ত রোমাঞ্চ।

দর্শকরা একদিকে উপভোগ করবেন ভারতীয় সিনেমার এক ক্লাসিক মহাকাব্য, অন্যদিকে ফিরে যাবেন বক্স অফিসের সোনালি স্মৃতিতে—যেখানে প্রশ্ন ছিল একটাই, “কাটাপ্পা বাহুবলীকে কেন হত্যা করেছিল?”

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৩

আরো পড়ুন