হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত-১ আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) জামায়াত কর্মী মহিবুর রহমান হত্যার ঘটনায় ১৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। বিচারক সৈয়দ মো. কায়সার মোশারফ ইউসুফ এ রায় প্রদান করেন।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০১৩ সালের ১৭ জুন রাতে স্থানীয় পুরান মুন্সেফী পুকুরপাড়ে নিহত মহিবুর রহমানকে তার চাচাতো ভাই ও জেলা কৃষকলীগের সহসভাপতি শফিকুল আলম চৌধুরী ও তার সহযোগীরা ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হত্যার শিকার মহিবুরের ভাই মুজিবুর রহমান বাদী হয়ে ১৬ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। লম্বা সময় ধরে চলা তদন্ত শেষে ১৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল হয় এবং ২০১৭ সালের ১০ আগস্ট তাদের বিরুদ্ধে চার্জ গঠন হয়। রাষ্ট্রপক্ষের ২৩ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ মঙ্গলবার আদালত আসামীদের সামনে এ রায় ঘোষণা করে।