রাজধানীর কলাবাগানে ডিপ ফ্রিজের ভেতর তাসলিমা আক্তার (৪০) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফজলে আশিক জানিয়েছেন, নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, গতকাল রাতে স্বামী নজরুল ইসলাম কোনো কারণে স্ত্রীকে হত্যা করে এবং তার লাশ একটি ডিপ ফ্রিজে রেখে পালিয়ে যায়। পুলিশ তাসলিমার দুই কন্যা ও আত্মীয়দের অভিযোগের ভিত্তিতে বাসায় তল্লাশি চালিয়ে রাত ৮টার দিকে ফ্রিজ থেকে লাশ উদ্ধার করে।
নিহত নারীর গ্রামের বাড়ি গাজীপুর জেলার পূর্বছেল থানাধীন বিন্দান গ্রামে। পুলিশ স্বামীকে গ্রেপ্তারের চেষ্টা করছে এবং লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
এই পোস্টটি পাঠ হয়েছে: ১২