Ridge Bangla

নতুন পরিচয়ে আসছেন তাসনিয়া ফারিণ

টেলিভিশন, ওটিটি ও প্রেক্ষাগৃহে শক্ত অবস্থান তৈরি করা অভিনেত্রী তাসনিয়া ফারিণ এবার নতুন পরিচয়ে হাজির হচ্ছেন। অভিনয়ে নিজের জায়গা তৈরি করার পর এবার নিজের ভাবনা ও চিন্তাভাবনাগুলো পর্দায় তুলে ধরার পরিকল্পনা করছেন এই অভিনেত্রী।

গত শনিবার ফেসবুকে একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, “আমি যদি প্রোডাকশন হাউস খুলি তাহলে সেটার নাম কী দেওয়া উচিত?” পোস্টের মন্তব্য ঘরে ভক্তরা বিভিন্ন সৃজনশীল নাম প্রস্তাব দেন। উত্তরে ফারিণ লেখেন, “অনেক চমৎকার কিছু সাজেশন দিচ্ছেন আপনারা, ধন্যবাদ।”

এরপর গণমাধ্যমের সঙ্গে সংলাপে তিনি জানান, “ভাবছি প্রযোজনা প্রতিষ্ঠান শুরু করার, যেখানে নিজের চিন্তাভাবনাগুলোকে বাস্তবে রূপ দিতে পারব।” ফারিণ আরও বলেন, তার প্রতিষ্ঠানটি মূলত নতুন প্রজেক্ট, বিশেষ করে গানের ভিডিও, চলচ্চিত্র ও অন্যান্য সৃজনশীল কাজের মাধ্যমে দর্শকের কাছে পৌঁছাবে।

প্রথম ধাপে তার প্রযোজনা প্রতিষ্ঠানটি শুরু হবে বছরের শেষ দিকে প্রকাশিত নতুন মিউজিক ভিডিও দিয়ে। গানটির সুর ও সংগীত করেছেন জনপ্রিয় সুরকার ইমরান মাহমুদুল, যিনি এর আগে ফারিণের সঙ্গে কাজ করেছেন। এদিকে, আপাতত শুধুমাত্র মিউজিক ভিডিও দিয়েই প্রযোজনা কার্যক্রম শুরু করতে চাইছেন ফারিণ। তবে ভবিষ্যতে নিয়মিত প্রজেক্ট নেওয়ার পরিকল্পনা রয়েছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৩

আরো পড়ুন