আজ ১৪ অক্টোবর, মঙ্গলবার বাংলাদেশসহ বিশ্বের নানা দেশে পালিত হচ্ছে ৫৬তম বিশ্ব মান দিবস। পণ্য ও সেবার গুণগত মান নিশ্চিতকরণ ও তা ধরে রাখার গুরুত্ব সম্পর্কে সরকার, উদ্যোক্তা এবং ভোক্তাদের মধ্যে সচেতনতা তৈরির উদ্দেশ্যে প্রতি বছর দিবসটি উদযাপিত হয়।
বাংলাদেশে দিবসটির আয়োজনের দায়িত্বে রয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। এবারের দিবস উপলক্ষে বিএসটিআই দেশজুড়ে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়সহ বিভাগীয় ও জেলা পর্যায়ে আলোচনা সভা, প্রচারাভিযান ও জনসচেতনতা কর্মসূচি চলছে।
তথ্যপ্রযুক্তি নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি-এর সহযোগিতায় মোবাইল ফোন ব্যবহারকারীদের কাছে মান সচেতনতা বার্তা পাঠানো হচ্ছে এসএমএসের মাধ্যমে। রাজধানীর প্রধান সড়ক, মোড় ও ভবনগুলোতে টাঙানো হয়েছে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড।
দিবসটি উপলক্ষে আজ সকাল ১০টা ৩০ মিনিটে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে আলোচনা সভার আয়োজন করেছে বিএসটিআই। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেবেন প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী, এফবিসিসিআই মহাসচিব মো. আলমগীর এবং কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি এ. এইচ. এম. সফিকুজ্জামান।
মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য রাখবেন বিএসটিআই-এর মহাপরিচালক এস. এম. ফেরদৌস আলম।
বিশ্ব মান দিবসের মূল উদ্দেশ্য হলো—মানসম্পন্ন পণ্য ও সেবা নিশ্চিত করা, উৎপাদন প্রক্রিয়ায় মান নিয়ন্ত্রণে সচেতনতা তৈরি এবং ভোক্তা অধিকার সুরক্ষায় অংশগ্রহণ বাড়ানো। এসব লক্ষ্য সামনে রেখে বিশ্বব্যাপী প্রতি বছর দিবসটি পালিত হয়ে আসছে।