Ridge Bangla

মিরপুরে গার্মেন্টসে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন নিহত

রাজধানীর মিরপুরের রূপনগরে একটি গার্মেন্টসের প্রিন্টিং কারখানা ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় ফায়ার সার্ভিসের পরিচালক তাজুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, নিহতদের কারও নাম-পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

তাজুল ইসলাম বলেন, “ভবনের ছাদে তালা লাগানো থাকায় অনেকেই বের হতে পারেননি। ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে অধিকাংশের মৃত্যু হয়েছে।” তিনি আরও জানান, আগুনে নিহতদের চেহারা এতটাই বিকৃত হয়েছে যে পরিচয় শনাক্তে ডিএনএ টেস্ট করতে হবে।

ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। গার্মেন্টস ভবনের আগুন নিয়ন্ত্রণে এলেও কেমিক্যাল গোডাউনের আগুন এখনো সম্পূর্ণ নেভানো সম্ভব হয়নি। দাহ্য পদার্থের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে জানান সংশ্লিষ্টরা।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৬

আরো পড়ুন