রাজধানীর রূপনগর এলাকায় রাসায়নিকের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ২৩ ঘণ্টা পার হলেও আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে গুদাম থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টার কিছু পর রূপনগরের ওই রাসায়নিক গুদাম এবং সংলগ্ন একটি পোশাক কারখানায় আগুন লাগে। পোশাক কারখানার আগুন মঙ্গলবারের মধ্যেই নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তবে রাসায়নিক গুদামের আগুন এখনও পুরোপুরি নেভানো যায়নি।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম সাংবাদিকদের জানান, রাসায়নিক গুদামের আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তবে কত সময় লাগবে, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
এদিকে অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অধিকাংশ মরদেহ পুড়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে কারও পরিচয় শনাক্ত করা যায়নি। মরদেহগুলো পাঠানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে।
মঙ্গলবার রাত থেকেই নিখোঁজ ব্যক্তিদের স্বজনরা মর্গে ভিড় করছেন। বুধবার সকালে কেউ কেউ মরদেহ দেখে নিজের স্বজন বলে দাবি করেছেন। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ডিএনএ পরীক্ষার আগে মরদেহের পরিচয় নিশ্চিত করা সম্ভব নয়।