Ridge Bangla

কোটি টাকার জাল নোট ও নকল পিস্তলসহ গ্রেপ্তার ১ জন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা থেকে র‍্যাব-৯ কোটি টাকার জাল নোট, ৫টি নকল বিদেশি পিস্তল এবং নকল গুলিসহ মোক্তাদির আলী রিপন নামে একজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত মোক্তাদির উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের সম্মান গ্রামের তৈয়ব আলীর ছেলে।

র‍্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাদের জানা যায়, মোক্তাদিরের বাসায় বিপুল পরিমাণ জাল নোট ও আগ্নেয়াস্ত্র মজুদ রয়েছে। ১৩ অক্টোবর গভীর রাতে কুলাউড়ার পৃথিমপাশা সম্মান এলাকায় তার বাসায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে তার বসতঘরের ওয়্যারড্রব থেকে আনুমানিক ৩০ লাখ টাকার দেশি নোট এবং প্রায় ৬০ লাখ টাকার বিদেশি নোটসহ মোট প্রায় ১ কোটি টাকার জাল নোট উদ্ধার করা হয়। এ সময় ৫টি নকল বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড নকল গুলি পাওয়া যায়।

র‍্যাবের জিজ্ঞাসাবাদে মোক্তাদির স্বীকার করেছেন, গত তিন মাস ধরে তিনি বিভিন্ন সরবরাহকারীর মাধ্যমে অনলাইনে জাল টাকা ও নকল পিস্তল সংগ্রহ করে আগ্রহী ক্রেতাদের বিক্রি করতেন। সাধারণত ভিডিও কলের মাধ্যমে নকল টাকা ও অস্ত্র দেখিয়ে বিশ্বাসযোগ্যতা অর্জন করতেন। কিছু ক্ষেত্রে কুরিয়ারের মাধ্যমে সরবরাহ করলেও অধিকাংশ ক্ষেত্রে নকল কুরিয়ার ডেলিভারি স্লিপ দেখিয়ে অগ্রিম টাকা নিয়ে ফোন বন্ধ করতেন।

র‍্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে. এম. শহীদুল ইসলাম সোহাগ জানিয়েছেন, গ্রেপ্তারকৃত মোক্তাদিরের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে কুলাউড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৬

আরো পড়ুন