ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পাওয়া নাটকগুলোর মধ্যে বিশেষ জনপ্রিয়তা পেয়েছে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘তোমাদের গল্প’। ঈদের দিন (৩১ মার্চ) বিকেল ৪টায় ‘সিনেমাওয়ালা’ ইউটিউব চ্যানেলে প্রকাশিত এই নাটকটি ইতোমধ্যে ট্রেন্ডিংয়ে উঠে এসেছে, এবং এর ভিউ ছাড়িয়েছে ৮.১ মিলিয়ন।
চিত্রনাট্য রচনা করেছেন সিদ্দিক আহমেদ। গল্পের মূল কেন্দ্রবিন্দু একজন শহুরে তরুণ রতুল, যে ঈদের ছুটিতে গ্রামে ফিরে পরিবারের সঙ্গে সময় কাটাতে যায়। রতুল চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, আর তার চাচাতো বোন তুলির চরিত্রে অভিনয় করেছেন তানজিম সায়েরা তটিনী। নাটকটি তুলে ধরে একটি যৌথ পরিবারের আন্তরিকতা, মধুর দ্বন্দ্ব ও ভালবাসায় ভরা সম্পর্কের রসায়ন।
ঘণ্টা দেড়েক দৈর্ঘ্যের এই নাটকে আরও অভিনয় করেছেন দিলারা জামান, সাবেরী আলম, মনিরা আক্তার মিঠু, শিল্পী সরকার অপু, নাদের চৌধুরী, বরদা মিঠু, এমএনইউ রাজু, শামু চৌধুরী ও শিশুশিল্পী আয়াত।
নাটকটির আবেগঘন দৃশ্য ও পারিবারিক মূল্যবোধ দর্শকদের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। দেশ-বিদেশের অসংখ্য প্রবাসী দর্শক ইউটিউবের মন্তব্য ঘরে নাটকটি নিয়ে তাদের ভালোবাসা ও আবেগ প্রকাশ করেছেন।