বিশ্ববিখ্যাত মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪৭তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে বাংলাদেশের চলচ্চিত্র ‘মাস্তুল’, যা পরিচালনা করেছেন মোহাম্মদ নুরুজ্জামান। এই উৎসব শুরু ১৭ এপ্রিল থেকে, এবং চলবে ২৪ এপ্রিল পর্যন্ত।
সাম্প্রতিক বছরগুলোতে মস্কোর মূল প্রতিযোগিতায় নিয়মিতই বাংলাদেশের চলচ্চিত্র স্থান করে নিচ্ছে। এর আগে জুবোরাজ শামীমের ‘আদিম’, নুরুল আলমের ‘পেয়ারার সুবাস’, মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’ ও ‘শনিবার বিকেল’, এবং ইন্দ্রনীল রায়চৌধুরীর ‘মায়ার জঞ্জাল’ উৎসবে প্রদর্শিত হয়েছে। এর মধ্যে ‘আদিম’ দুটি বিভাগে পুরস্কার অর্জন করে।
এবারের প্রতিযোগিতায় ‘মাস্তুল’ ছাড়াও অংশ নিচ্ছে আরও ১১টি দেশের চলচ্চিত্র, যার মধ্যে রয়েছে রাশিয়া, কোরিয়া, জার্মানি, তুরস্ক, আর্জেন্টিনা ও স্পেন।
পরিচালক মোহাম্মদ নুরুজ্জামান জানান, মস্কো উৎসব কর্তৃপক্ষ ইতোমধ্যেই ই-মেইলের মাধ্যমে মনোনয়ন নিশ্চিত করেছে এবং প্রাথমিক প্রেস কনফারেন্সে ছবির নাম ঘোষণার পর আনন্দঘন পরিবেশ তৈরি হয়। নির্মাতা জানান, তিনি এপ্রিলের মাঝামাঝি সময়ে উৎসবে অংশ নিতে মস্কো যাচ্ছেন।
‘মাস্তুল’ এর গল্প নারায়ণগঞ্জের নদীবন্দর এলাকার মাঝিদের জীবনকে ঘিরে। পরিচালক বলেন, “শৈশব থেকেই আমি ভাসমান এই মানুষগুলোর জীবন দেখেছি। ‘মাস্তুল’ সেই বিচিত্র জীবনের ভেতরে প্রবেশের এক cinematic প্রয়াস।”
বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড গত ২৪ মার্চ ছবিটিকে বিনা কর্তনে সব বয়সী দর্শকদের জন্য উপযোগী বলে ছাড়পত্র দিয়েছে। দেশে মুক্তির বিষয়ে পরিচালক জানান, মস্কোতে প্রদর্শনের পর সুবিধাজনক সময়ে প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে।
‘মাস্তুল’ চলচ্চিত্রে জাহাজের বাবুর্চির চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু। আরও রয়েছেন দীপক সুমন, আমিনুর রহমান মুকুল এবং শিশু শিল্পী আরিফ। ‘সিনেমেকার’ ব্যানারে নির্মিত এই ছবিতে কাস্টিং ডিরেক্টর ছিলেন জুবোরাজ শামীম এবং চিত্রগ্রহণ করেছেন মোহাম্মদ আরিফুজ্জামান। পরিচালক নিজেই চিত্রনাট্য, সম্পাদনা এবং সাউন্ড ডিজাইনের দায়িত্ব পালন করেছেন।