Ridge Bangla

রাজবাড়ীতে ইউপি চেয়ারম্যান অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

রাজবাড়ী সদর উপজেলার বানীবহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোছা. শেফালী আক্তারকে অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় জনসাধারণ। বুধবার (১৬ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের আম্রকানন চত্বরে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে অংশ নেন বানীবহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খোরশেদ আলম, স্থানীয় প্রবীণ নেতা মো. আকবর আলী মুন্সি, রনজু মিয়া এবং ছাত্র প্রতিনিধি মো. সুমন ইসলামসহ অনেকেই। বক্তারা অভিযোগ করেন, ২০২১ সালের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত নির্বাচনে দলীয় প্রভাব খাটিয়ে শেফালী আক্তার নৌকা প্রতীকে চেয়ারম্যান নির্বাচিত হন। প্রার্থীতা দমন, ভয়ভীতি প্রদর্শন এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তোলা হয় তার বিরুদ্ধে।

বক্তারা আরও জানান, নির্বাচিত হওয়ার পর থেকে শেফালী আক্তার বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ইউনিয়ন পরিষদ পরিচালনা করছেন। বিশেষ করে সরকারি অনুদান, বয়স্ক ও বিধবা ভাতা এবং দুর্যোগ সহায়তা বিতরণে অনিয়মের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তিনি জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থেকেছেন বলে দাবি করেন মানববন্ধনকারীরা।

মানববন্ধনে বক্তারা তিন দিনের আল্টিমেটাম দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে যদি প্রশাসন ব্যবস্থা না নেয়, তবে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। মানববন্ধন শেষে জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন এবং উপজেলা প্রশাসনের কাছে একটি লিখিত স্মারকলিপিও হস্তান্তর করেন তারা।

আরো পড়ুন