Ridge Bangla

৩০ জুনের মধ্যে সকল এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তির নির্দেশ

জাতীয় পরিচয়পত্র সংশোধন নিয়ে নির্বাচন কমিশন (ইসি) কঠোর অবস্থান নিয়েছে। এনআইডি সংশোধন সংক্রান্ত সব আবেদন আগামী ৩০ জুনের মধ্যে নিষ্পত্তির জন্য নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ।

বুধবার (১৬ এপ্রিল) জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বিভাগের পরিচালককে দেয়া এক চিঠিতে এই নির্দেশনা দেন ইসি সচিব। চিঠিতে উল্লেখ করা হয়, ক ক্যাটাগরিভুক্ত অনিষ্পন্ন আবেদন ২৪ এপ্রিলের মধ্যে এবং খ-১ ও খ ক্যাটাগরির আবেদন ৩১ মে-র মধ্যে নিষ্পত্তি করতে হবে। পাশাপাশি অন্যান্য সব অনিষ্পন্ন আবেদন ৩০ জুন ২০২৫-এর মধ্যে নিষ্পন্ন করতে হবে।

ইসি সূত্র জানায়, বর্তমানে দেশে ভোটারের সংখ্যা প্রায় ১২ কোটি ৪৪ লাখ। তাদের অনেকে জাতীয় পরিচয়পত্রে তথ্যগত ভুলের কারণে নিয়মিত সংশোধনের আবেদন করছেন। ইসি তথ্য অনুযায়ী, ২০১১ সালের ১ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত জমা পড়া তিন লাখ ৭৮ হাজার আবেদন অনিষ্পন্ন ছিল। এর মধ্যে সম্প্রতি পরিচালিত ক্রাশ প্রোগ্রামের মাধ্যমে ৯৮ হাজার ৪৪টি আবেদন নিষ্পন্ন হয়েছে।

এছাড়া চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ মার্চ পর্যন্ত নতুন করে জমা পড়েছে আরও তিন লাখ দুই হাজার ২৬৬টি আবেদন, যার মধ্যে নিষ্পন্ন হয়েছে এক লাখ ৭৯ হাজার ৯২৬টি। সব মিলিয়ে বর্তমানে চার লাখ দুই হাজার ৩০৮টি এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।

ইসি সচিবের নির্দেশনার প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

আরো পড়ুন