Ridge Bangla

বিয়ে করতে চান মালাইকা, প্রস্তাবের অপেক্ষায় রইলেন তিনি

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মালাইকা আরোরা আবারও আলোচনার কেন্দ্রে। সাবেক স্বামী আরবাজ খানের সংসারে নতুন অতিথির আগমন—মেকআপ আর্টিস্ট শুরা খানের কন্যা সন্তানের জন্ম—তার প্রাক্তন স্ত্রী মালাইকাকে ঘিরে নতুন গুঞ্জনের জন্ম দিয়েছে। দীর্ঘ সময়ের সম্পর্কের টানাপোড়েন ও বিচ্ছেদ এখন অতীত, কিন্তু দ্বিতীয় বিয়ে নিয়ে মালাইকার বিস্ফোরক মন্তব্য গসিপ দুনিয়ায় তোলপাড় সৃষ্টি করেছে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ‘ঝলক দিখলা যা ১১’-এর একটি ক্লিপে দেখা যায়, বিচারকের আসনে বসা মালাইকা ও জনপ্রিয় পরিচালক ও কোরিওগ্রাফার ফারাহ খানের মধ্যে সংলাপ। ফারাহ হালকাভাবে প্রশ্ন করেন, “২০২৪-এ মালাইকা, আপনি কি সিঙ্গল পেরেন্ট-কাম-অভিনেত্রী থেকে ডাবল পেরেন্ট-কাম-অভিনেত্রী হতে চলেছেন?”

প্রথমে বিস্মিত হয়ে হাসি থামাতে পারছিলেন না মালাইকা। তিনি বলেন, “এর মানে কী? আমাকে কি কাউকে কোলে নিতে হবে?” তবে প্রশ্নের আসল অর্থ বোঝার পর হাসিমুখে তিনি দ্বিধাহীনভাবে স্বীকার করেন, “যদি কেউ থাকে, আমি ১০০ শতাংশ বিয়ে করব।” ফারাহ খান ঠাট্টা করে বলেন, “কেউ আছে মানে? অনেকেই আছে।” এ উত্তরে মালাইকা সরাসরি বলেন, “মানে কেউ যদি বিয়ের প্রস্তাব দেয়, আমি রাজি।”

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৪

আরো পড়ুন