Ridge Bangla

আমার জীবনে সালমান একজন গার্ডিয়ান অ্যাঞ্জেল: এলি আভরাম

বলিউডে বিতর্ক, গুঞ্জন ও আলোচনার কেন্দ্রবিন্দুতে আবারও উঠে এসেছে সালমান খান ও এলি আভররামের সম্পর্ক। ‘বিগ বস’-এর ঘর থেকেই শুরু হয়েছিল তাদের ঘনিষ্ঠতার গল্প, যা বহুবার বলিউডে প্রেমের গুজবের আলোকে উস্কে দিয়েছিল। যদিও সময়ের সঙ্গে সব ধূসর হয়ে গেছে, তবুও সম্প্রতি এলি আভররাম নিজেই সেই রসায়নের কথা প্রকাশ্যে নিয়ে এসেছে।

ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে এলি আভররাম বলেন, “আমি সালমানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখি। সম্প্রতি গণপতিতে দীর্ঘ সময় পর উনার সঙ্গে দেখা হলো। সাধারণত আমি যোগাযোগ রক্ষায় খুব পারদর্শী নই। প্রায়ই নিজের জগতে ডুবে থাকি, নানা স্বপ্ন ও লক্ষ্য নিয়ে ব্যস্ত থাকি। নিজেকে উন্নত করার জন্য প্রচুর সময় ব্যয় করি। এমন দেশে (ভারত) একা থাকা যেখানে আমি বড় হইনি, পরিবার নেই, সম্পূর্ণ আলাদা পরিবেশ, সব সামলানো সত্যিই কঠিন।”

তিনি আরও বলেন, “সালমান খান তার কাছের মানুষদের খুব আগলে রাখেন। তার এই দিকটি আমার হৃদয়ে গভীর ছাপ ফেলেছে। আমি সত্যিই অনুভব করি, আমার জীবনে তিনি একজন ‘গার্ডিয়ান অ্যাঞ্জেল’।”

৩৫ বছর বয়সি এলি আভররাম জন্ম ও বেড়ে ওঠা সুইডেনে। ২০১২ সালে ট্যুরিস্ট ভিসায় ভারতে আসেন অভিনয়ের স্বপ্নে। এজেন্সির সঙ্গে যোগাযোগ রাখার পর অল্প সময়ে মডেলিং ও অভিনয়ের কাজ পান। ২০১৩ সালে ‘মিকি ভাইরাস’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন এলি। পরবর্তী সময়ে নিয়মিত অভিনয় করেছেন, তবে এখনও বলিউডে স্থায়ী জায়গা করে নিতে পারেননি।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৮

আরো পড়ুন