Ridge Bangla

অতিরিক্ত সিম স্বেচ্ছায় বাতিল না করলে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করবে বিটিআরসি

যেকোনো ব্যক্তির জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে ১০টির বেশি মোবাইল সিম থাকলে, আগামী ৩০ অক্টোবরের মধ্যে অতিরিক্ত সিমগুলো স্বেচ্ছায় বাতিল করতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

সোমবার (১৩ অক্টোবর) বিটিআরসির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক সরকারি বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জানানো হয়। এতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে অতিরিক্ত সিম স্বেচ্ছায় বাতিল না করলে কমিশন নিজ উদ্যোগে দৈবচয়নভিত্তিক পদ্ধতিতে অতিরিক্ত সিম স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেবে।

বিটিআরসি জানায়, অপরাধ দমন, সাইবার নিরাপত্তা জোরদার এবং ডিজিটাল পরিচয়ের স্বচ্ছতা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নকল, ভুয়া বা অচিহ্নিত সিম ব্যবহারের মাধ্যমে অপরাধমূলক কর্মকাণ্ড রোধই এর প্রধান লক্ষ্য।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গ্রাহকরা চাইলে তাদের নামে নিবন্ধিত ১০টি পছন্দের সিম রেখে অতিরিক্ত সিমগুলো বাতিল করতে পারবেন। এজন্য সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ার সেন্টারে গিয়ে ডি-রেজিস্ট্রেশন বা মালিকানা পরিবর্তন করতে হবে।

নিজ নামে কতটি সিম নিবন্ধিত আছে তা জানতে মোবাইল থেকে *16001# নম্বরে ডায়াল করে নিজের এনআইডির শেষ চারটি সংখ্যা পাঠাতে হবে। বিটিআরসি জানিয়েছে, এই পদক্ষেপের মাধ্যমে দেশের সিম নিবন্ধন প্রক্রিয়ায় শৃঙ্খলা আসবে এবং ডিজিটাল নিরাপত্তা আরও জোরদার হবে। বর্তমানে দেশে নিবন্ধিত মোবাইল সিমের সংখ্যা ১৮ কোটি ৮৬ লাখ ৪০ হাজার, যা দেশের জনসংখ্যার প্রায় সমান।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৬

আরো পড়ুন