Ridge Bangla

রাজনৈতিক দলগুলোর হাতে জুলাই সনদের চূড়ান্ত অনুলিপি

জাতীয় ঐকমত্য কমিশন জুলাই সনদের চূড়ান্ত খসড়া ৩৩টি রাজনৈতিক দলের কাছে পাঠিয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে ৪০ পৃষ্ঠার এই দলিল সংশ্লিষ্ট দলগুলোর হাতে পৌঁছায়।

আগামী শুক্রবার (১৭ অক্টোবর) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে সনদে স্বাক্ষর করবে রাজনৈতিক দলগুলো। তবে কয়েকটি দল ইতিমধ্যে অনুষ্ঠানে না যাওয়ার ইঙ্গিত দিয়েছে।

জুলাই সনদ-২০২৫ মূলত রাজনৈতিক সংস্কার ও প্রশাসনিক পুনর্গঠনের বিষয়ে দলগুলোর মধ্যে অর্জিত ঐকমত্যের লিখিত রূপ। এতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, এই সংস্কার প্রস্তাবগুলো যেন পরবর্তী সরকারগুলোর সময়ও বাস্তবায়িত হয়, সে জন্য সনদটিকে সংবিধানের তফসিলে অন্তর্ভুক্ত করা হবে। কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, “রাজনৈতিক দল ও জোটগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনার ভিত্তিতেই জুলাই জাতীয় সনদ ২০২৫ প্রণয়ন করা হয়েছে।”

চূড়ান্ত কপি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, “সনদ হাতে পেয়েছি, তবে দল বা জোটের সঙ্গে এখনো আলোচনা হয়নি। এখানে ইতিহাস তুলে ধরার ক্ষেত্রে ঘাটতি রয়েছে।” তিনি আরও অভিযোগ করেন, সনদে সংবিধানের চার মূলনীতি ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে, যা সিপিবির কাছে গ্রহণযোগ্য নয়। ফলে স্বাক্ষর অনুষ্ঠানে না যাওয়ার সম্ভাবনার কথা জানান তিনি।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৩

আরো পড়ুন