Ridge Bangla

রাশমিকার বাগদানের আংটিতে গুঞ্জন ছড়াচ্ছে নেটিজেনদের মাঝে

দক্ষিণী অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে প্রেমের খবরের পর রাশমিকা মান্দানা বেশ কয়েকদিন আগে বাগদান সম্পন্ন করেছেন বলে শোনা যায়। এই খবর যখন নেটিজেনদের মধ্যে তুমুল আলোচনার কেন্দ্রবিন্দুতে, তখনই ভক্তদের নজর কাড়ল রাশমিকার আঙুলে থাকা একটি চকচকে আংটি। ইনস্টাগ্রামে পোস্ট করা এক রিল ভিডিওতে পোষা কুকুরের সঙ্গে খেলতে দেখা গেলেও দর্শকেরা মূলত তার আঙুটির দিকেই মনোযোগ দিয়েছেন।

অনেকেই মনে করছেন, এটি সম্ভবত তাদের বাগদানের আংটি। ভারতীয় সংবাদমাধ্যমও ইতিমধ্যেই রাশমিকা ও বিজয়ের আঙুটি বদলের খবর প্রকাশ করেছে। তারা জানাচ্ছে, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে হয়তো বৃহৎ আকারে বিয়ের আয়োজন হতে পারে। তবে বিষয়টি নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা নেই।

প্রায় এক বছর ধরে রাশমিকা ও বিজয়ের সম্পর্ক নিয়ে গুঞ্জন চলছিল। যদিও তারা সব সময় নিজেদের “শুধু বন্ধু” বলে দাবি করেছেন, ভক্তদের উৎসাহ কমেনি। দক্ষিণী সিনেমার সুপারস্টার বিজয় এবং ‘পুষ্পা’ ও ‘অ্যানিম্যাল’ ছবির সাফল্যের পর রাশমিকাও এখন ভারতের অন্যতম আলোচিত মুখ।

তবে প্রশ্ন থেকে যায়, সত্যিই কি আংটিবদল হয়ে গেছে, নাকি এটি কেবল গুঞ্জন? এই রহস্যের উত্তর আসলে নির্ভর করছে শুধু তাদের স্বীকারোক্তির উপর।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১১

আরো পড়ুন