Ridge Bangla

যুক্তরাষ্ট্রের ইমা অ্যাওয়ার্ড পেল বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিশি’

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিতব্য অ্যানভায়রনমেন্টাল মিডিয়া অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ডে (ইমা) প্রথমবারের মতো স্থান করে নিল বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিশি’। ইমা অ্যাওয়ার্ডের ৩৫তম আসরে বাংলাদেশ এই ছবির মাধ্যমে প্রথমবারের মতো নমিনেশন পেয়েছে। ছবির গল্প, চিত্রনাট্য ও নির্মাণ করেছেন গোলাম রাব্বানী।

প্রযোজনা সংস্থা ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়া তাদের সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে, এই নমিনেশন অর্জনের মাধ্যমে ‘নিশি’ বিশ্বের সেরা তিনটি স্টুডেন্ট ফিল্মের একটি হিসেবে স্বীকৃতি পেয়েছে। এটি বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের জন্য এক বড় অর্জন হিসেবে গণ্য হচ্ছে। ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ, গ্রিন ফিল্ম স্কুল অ্যালায়েন্স ও ইউনেস্কো ঢাকা ছবিটির নির্মাণে সহায়তা করেছে।

ছবিটির কাহিনীতে দেখা যায় একজন চা শ্রমিকের কন্যা নিশির পড়ালেখা পানি শঙ্কটের কারণে বন্ধ হয়ে যায়। এ সময় বাড়িতে টিউবওয়েল দেওয়ার অজুহাতে তাকে বিয়ে করতে চায় কাঠ ব্যবসায়ী লালচাঁন। ছবিটির চূড়ান্ত পোস্ট প্রোডাকশন সম্পাদনা, কালার ও সাউন্ড—পোল্যান্ডের লড ফিল্ম স্কুলে করা হয়েছে। এটি বাংলাদেশের প্রথম ছবি যার পোস্ট প্রোডাকশন সম্পূর্ণ লড ফিল্ম স্কুলে হয়েছে। ছবির শুটিং হয়েছে সিলেটের চা বাগানে এবং অভিনয় করেছেন স্থানীয় চা শ্রমিকরা।

গোলাম রাব্বানী জানান, ‘নিশি’ বর্তমানে বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের জন্য পাঠানো হচ্ছে এবং শিগগিরই বাংলাদেশে প্রদর্শনের ব্যবস্থা করা হবে। এর আগে তার পূর্বের কাজ ‘ছুরত’ ও ‘আনটাং’ ভেনিস ইন্টারকালচার ফিল্ম ফেস্টিভ্যাল, বুদাপেস্ট চলচ্চিত্র উৎসব ও ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অনারেবল মেনশন অর্জন করেছিল।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৫

আরো পড়ুন