Ridge Bangla

আইন সংশোধনের দাবিতে ঢাকা কলেজ শিক্ষার্থীদের সায়েন্স ল্যাব অবরোধ

রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫ সংশোধনের দাবিতে সড়ক অবরোধ করেছেন। এতে মোড়ের একাংশে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে।

শিক্ষার্থীরা জানান, নতুন অধ্যাদেশে ঢাকা কলেজের ইন্টারমিডিয়েট ক্লাস বাতিলের কথা উল্লেখ আছে, যা কলেজটির শত বছরের ঐতিহ্যকে ঝুঁকির মুখে ফেলতে পারে। তাই তারা সরকারের কাছে উচ্চমাধ্যমিক শিক্ষা অব্যাহত রাখার জন্য পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

এর আগে গত রোববার (১২ অক্টোবর) শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড়ে সড়ক অবরোধ করে একই দাবিতে সরব হয়েছিলেন।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের জন্য সরকার চলতি বছরের ২৬ মার্চ সাতটি সরকারি কলেজ একত্রিত করার ঘোষণা দেয়। এতে ঢাকা কলেজের সঙ্গে ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ অন্তর্ভুক্ত রয়েছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৫

আরো পড়ুন