Ridge Bangla

ঢাবির গ ইউনিটের কমার্সের এমসিকিউ পরীক্ষার তারিখ ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ব্যবসায় শিক্ষা ইউনিটের (গ ইউনিট) উচ্চ মাধ্যমিকে কমার্স শাখার শিক্ষার্থীদের জন্য এমসিকিউ ভিত্তিক ভর্তি পরীক্ষা পুনরায় নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আগামী ১৭ মে বিকাল ৩টা থেকে ৩টা ৪৫ মিনিট পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বুধবার (১৭ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অনলাইনে ভর্তি কমিটির বিশেষ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। পরে জনসংযোগ দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

তবে এই পুনরায় পরীক্ষার প্রয়োজন নেই বিজ্ঞান ও মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য। এই দুই বিভাগের ভর্তিচ্ছুদের ফলাফল প্রকাশ করা হবে বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল ১১টায়।

বিশ্ববিদ্যালয় জানায়, যেসব বিজ্ঞান ও মানবিক শাখার শিক্ষার্থী ব্যবসায় শিক্ষা ইউনিটে উত্তীর্ণ হবেন, তারা ১৯ এপ্রিল পর্যন্ত ভর্তি ফরম পূরণ ও বিষয় পছন্দক্রম জমা দিতে পারবেন।

আরো পড়ুন