Ridge Bangla

আহান পান্ডে ও অনীত পড্ডার ব্যাপারে সিনেমার বন্ধুত্ব থেকে প্রেমের গুঞ্জন

বলিউডের নতুন প্রজন্মের জুটি আহান পান্ডে ও অনীত পড্ডা ‘সাইয়ারা’ সিনেমার মাধ্যমে নিজেদের প্রথম ছবিতেই দর্শকদের মন জয় করেছেন। যশরাজ ফিল্মসের এই রোমান্টিক-ড্রামা সিনেমায় তাদের পর্দার রসায়ন প্রশংসিত হয়েছে, এবং সিনেমা মুক্তির পর থেকেই ভক্তদের আগ্রহ তাদের ব্যক্তিগত জীবনের দিকে ঘুরেছে।

সম্প্রতি অনীত পড্ডার জন্মদিনে আহান ইনস্টাগ্রাম স্টোরিতে কয়েকটি ছবি শেয়ার করেন। ছবিগুলোতে দেখা যায়, কনসার্টের মঞ্চে কাটানো মুহূর্তগুলোতে অনীত মজার ভঙ্গিতে পোজ দিচ্ছেন, আর আহান চোখ বন্ধ করে সেই মুহূর্ত উপভোগ করছেন। এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় দুই তরুণ অভিনেতার প্রেমের গুঞ্জন আরও জোরদার হয়েছে।

‘সাইয়ারা’ মুক্তির আগে থেকেই আহান-অনীত একসাথে সময় কাটাচ্ছিলেন। তাদের বন্ধুত্ব ও ঘনিষ্ঠতা সিনেমার রসায়নের পাশাপাশি দর্শকদের নজর কেড়েছে। সামাজিক মাধ্যমে তাদের একসঙ্গে থাকা মুহূর্তগুলো নিয়মিত আলোচনার বিষয় হয়ে দাঁড়াচ্ছে।

‘সাইয়ারা’ সিনেমাটি ১৮ জুলাই মুক্তি পায়। সিনেমার বাজেট ছিল ৪৫ কোটি রুপি, কিন্তু বিশ্বব্যাপী এটি ৫৭০–৫৮১ কোটি রুপি আয় করেছে। সিনেমার সাফল্য ও দর্শকপ্রিয়তার পাশাপাশি আহান-অনীতের ব্যক্তিগত জীবনের ঘনিষ্ঠতা ভক্তদের কৌতূহল আরও বাড়িয়েছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ২৬

আরো পড়ুন